ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রামুতে সড়ক দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩

রামু(কক্সবাজার): কক্সবাজারের রামুতে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ইয়াছমিন আক্তার(১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার রামু-মরিচ্যা সড়কের রামু থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



ইয়াছমিন আক্তার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের হাজী আলী হোসেনের মেয়ে ও মেরংলোয়া রহমানিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।

নিহত কিশোরীর বাবা হাজী আলী হোসেন বাংলানিউজকে জানান, অটোরিকশায়(টমটম)তার মেয়ে ইয়াছমিন আক্তার অফিসেরচর এলাকায় এক নিকটাত্মীয়ের কাছে বেড়াতে যাচ্ছিলেন।


এ সময় টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে পড়ে গিয়ে ইয়াছমিন আহত হওয়ার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা:  প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।