ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ভর্তি: কলা ও মানবিদ্যায় সাক্ষাৎকারের নতুন সূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
চবিতে ভর্তি: কলা ও মানবিদ্যায় সাক্ষাৎকারের নতুন সূচি

চট্টগ্রাম: টানা অবরোধের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুসদের অর্থাৎ বি (বি-১) ইউনিটে ভর্তির সাক্ষাৎকারের নতুন সূচি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

নতুন সূচি অনুসারে তা ২৮ এবং ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. ইমরান হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুষদের বিভিন্ন বিভাগে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য বি-১ ইউনিটের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুসারে এ পরীক্ষা ২৮ এবং ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে  ডিন কার্যালয়ে শুরু হবে।

এর মধ্যে ‍লিখিত পরীক্ষায় ১১০ দশমিক ২০ থেকে ৮৯ দশমিক ৭৭ স্কোর প্রাপ্তদের মৌখিক পরীক্ষা ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আর ৮৯ দশমিক ৭৫ থেকে ৮৫ দশমিক ৬৪ স্কোর প্রাপ্ত ভর্তিচ্ছুকদের সাক্ষাৎকার ২৯ ডিসেম্বর নেয়া হবে বলে জানান প্রফেসর ড. ড. ইমরান হোসেন।

এর আগে অবরোধের কয়েক দফা এই ইউনিটের মৌখিক পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া অন্যান্য ইউনিটের লিখিত ও মৌখিক পরীক্ষাও স্থগিত করতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০২ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।