ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে যৌথবাহিনীর অভিযানে ২০ শিবির কর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সীতাকুণ্ডে যৌথবাহিনীর অভিযানে ২০ শিবির কর্মী আটক

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ শিবির কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বিজিবি’র নেতৃত্বে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা এ অভিযানে অংশ নেয়।


 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক নাশকতার পর যৌথবাহিনী মঙ্গলবার রাতভর এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

২৮ ব্যাটেলিয়ন বিজিবি’র অপারেশন অফিসার মেজর ওয়ালিদ বাংলানিউজকে জানান, সীতাকুণ্ডের আর্ন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশাপাশের এলাকা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে ২০ জনকে আটকের পর তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ২০ জন শিবির কর্মী এবং তারা মহাসড়কে বিভিন্ন নাশকতার সঙ্গে সম্পৃক্ত বলে প্রমাণ পাওয়া গেছে বলেও তিনি জানিয়েছেন।

এর আগে অবরোধ চলাকালে সোমবার রাতভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ, দোকানপাটে আগুন দেয়া, ভাংচুরসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটে। ওই রাতে গরুবোঝাই একটি ট্রাকে পেট্রল বোমা ছুঁড়ে মারার পর সেটি নিয়ণ্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সেটিতে আগুন ধরে যায়। এতে সাত গরু জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।