ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।



মঙ্গলবার বিকেল পাঁচটায় হালিশহর ও রাত ৮টায় বাকলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কনস্টেবল মো.শরীফ বাংলানিউজকে বলেন, নগরীর হালি শহর এলাকায় একটি ট্রাক ব্যাটারি চালিত রিকসাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন যাত্রী মো. শাহজাহান।


আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক আনা হলে দায়িত্বরত চিকি‍তসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান নগরীর হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের বাসিন্দা মৃত হানিফের সন্তান।

এদিকে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মহসীন বাংলানিউজকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস রাহাত্তারপুল এলাকায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় আরো দুইজন।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।