ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রকৌশলীদের সঙ্গে চসিক কর্মকর্তাদের বিতণ্ডা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
প্রকৌশলীদের সঙ্গে চসিক কর্মকর্তাদের বিতণ্ডা

চট্টগ্রাম: সিটি করপোরেশন কর্মকর্তাদের সঙ্গে প্রকৌশলীদের সংগঠন আইইবি’র প্রতিনিধিদের বাক বিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে মেয়র কার্যালয়ে এঘটনা ঘটে।

তবে উভয় পক্ষ বাক-বিতণ্ডার বিষয়টি অস্বীকার করেছেন।

করপোরেশন সুত্র জানায়, সিটি করপোরেশন কর্তৃপক্ষ ডিপ্লোমা ডিগ্রীধারী প্রকৌশলীদের পদোন্নতি দিলেও দীর্ঘদিন ধরে বিএসসি ডিগ্রীধারী প্রকৌশলীদের পদোন্নতি দিচ্ছে না।


এনিয়ে সোমবার দুপুরে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলম ও সম্পাদক প্রকৌশলী উদয় শেখর দত্তের নেতৃত্বে একটি দল সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সাক্ষাত করতে যান।

সাক্ষাতে প্রকৌশলী প্রতিনিধি দলের সদস্যরা মেয়রের কাছে করপোরেশনের বিএসসি ডিগ্রীধারী সহকারি প্রকৌশলীদের চাকরি স্থায়ী করে পদোন্নতি দেওয়ার দাবি জানান। এসময় উপস্থিত করপোরেশনের কর্মকর্তা ও ডিপ্লোমাধারী উপ সহকারি প্রকৌশলীদের সঙ্গে আইইবি প্রতিনিধি দলের বাক-বিতণ্ডার ঘটনা ঘটে।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী উদয় শেখর দত্ত বাংলানিউজকে বলেন, ‘প্রায় ১৫ বছর চাকরি করেও অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া ৫ জন সহকারি প্রকৌশলীকে স্থায়ী করছে না করপোরেশন। ফলে তাদের পদোন্নতিও বন্ধ রয়েছে। একটা লোকতো আর ১৫ বছর ধরে ৭/৮ হাজার টাকায় চাকরি করতে পারে না। পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল হিসেবে বিষয়টি নিয়ে মেয়র মহোদয়ের সঙ্গে সাক্ষাত করেছি। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং একটি কমিটি গঠন করে বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছেন। ’

কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরণের বাক-বিতণ্ডার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানে ৬৭ শতাংশ বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলী এবং ৩৩ শতাংশ ডিপ্লোমা ডিগ্রিধারীদের পদোন্নতি দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু করপোরেশনের কর্মকর্তারা বিভিন্ন অজুহাত ও নিয়মের কথা বলছেন। এতে কোনো বাক-বিতণ্ডার ঘটনা ঘটেনি। ’

এ প্রসঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বাংলনিউজকে বলেন,‘প্রকৌশলী প্রতিনিধিদের সঙ্গে কোন ধরণের বাক-বিতণ্ডা হয়নি। তারা মেয়র মহোদয়ের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি জানিয়েছেন। ’

করপোরেশনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,‘আইইবি প্রতিনিধিদের সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ডিপ্লোমা ডিগ্রিধারী উপ সহকারি প্রকৌশলীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে আইইবি প্রতিনিধিরা নগর ভবন ছেড়ে চলে যাওয়ার পর ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীরা নগর ভবনে এ নিয়ে মিটিং করেছেন। ’

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।