ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

কিয়োটো প্রটোকলে রাজি নয় তিনটি দেশ

আব্দুল্লাহ আল রেজওয়ান নবীন, ডারবান থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১
কিয়োটো প্রটোকলে রাজি নয় তিনটি দেশ

জাতিসংঘ জলবায়ু সম্মেলনের শুরুতেই জাপান, রাশিয়া ও কানাডা জানিয়ে দিয়েছে ২০১২ সালের পর কিয়োটো প্রটোকলের চুক্তিতে তারা রাজি নয়। সম্মেলনে উপস্থিত সবাই তাদের এই সিদ্ধান্তকে প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে উল্লেখ করছেন।

সোমবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কনফারেন্স অব পার্টিজ (কপ) ১৭- এর  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, কপ ১৬’র প্রেসিডেন্ট প্যাট্রেসিয়া এস্পিনসা, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মন্ত্রী ও কপ ১৭’র প্রেসিডেন্ট মাইটে মাসহাবানে।

কিয়োটো প্রটোকল সম্পর্কে কপ ১৭’র প্রেসিডেন্ট মাইটে মাসহাবানে ইতিমধ্যেই বলেছেন, ‌‌‌"আমাদের ডারবানে এক হওয়ার একমাত্র উদ্দেশ্যেই হলো আগামী প্রজন্মের সুনিশ্চিত ভবিষ্যত নিশ্চিত করা। "

তবে সুখবর হল গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে ডারবানে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগের দুটি কপে জলবায়ুর অর্থায়ন নিয়ে কথা হলেও অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এবারে এ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।

আব্দুল্লাহ আল রেজ়ওয়ান নবীন
ইন্টারন্যাশনাল ক্লাইমেট চ্যাম্পিয়ন, ব্রিটিশ কাউন্সিল
বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেট (বিওয়াইএমসি)
www.facebook.com/BDYOMOCI

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।