ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: 'সবুজে বাঁচি, সবুজে বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই'  এ স্লোগানে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

শনিবার (২১ জুলাই) সকালে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বৃক্ষমেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সহকারী বন সংরক্ষক মো. মফিক উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খাঁন প্রমুখ।

মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা নিয়ে প্রায় অর্ধশত স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। আগামী ২৮ জুলাই মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।