ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

পাথরঘাটায় ৭০ লাখ টাকার হাঙ্গর শুটকি ও তেল ধ্বংস

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
পাথরঘাটায় ৭০ লাখ টাকার হাঙ্গর শুটকি ও তেল ধ্বংস পাথরঘাটায় ৭০ লাখ টাকার হাঙ্গর শুটকি ও তেল ধ্বংস

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা নতুন বাজার বিষখালী নদী সংলগ্ন শুটকি পল্লীতে অভিযান চালিয়ে অবৈধভাবে করা হাঙ্গরের শুটকি ও তেল ধ্বংস করা হয়েছে। যার দাম আনুমানিক ৭০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১ ফেরুয়ারি) বিকেলে কোস্টগার্ড, বনবিভাগ ও পাথরঘাটা উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। তবে এসময় শুটকির মালিকদের পাওয়া যায়নি।

 

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট অনিক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুটকি পল্লীর মদিনা ফিশারি অ্যান্ড এন্টারপ্রাইজ নামে একটি শুটকি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক মো. ইউনুছ হাওলাদারকে পাওয়া যায়নি। পরে প্রায় ৫০ মণ কাঁচা (শুটকি করার জন্য রাখা) ও শুকানো হাঙ্গর মাছ এবং চারটি ব্যারেলে ১২০০ লিটার হাঙ্গরের তেল জব্দ করা হয়। পরে এসব পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।