[x]
[x]
ঢাকা, রবিবার, ১৩ ফাল্গুন ১৪২৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

bangla news

আশাশুনিতে খোলপেটুয়ার বাঁধ ভেঙে ২ শতাধিক ঘের প্লাবিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-০৪ ১১:৩১:৪৩ এএম
খোলপেটুয়ার ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন

খোলপেটুয়ার ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুই শতাধিক মৎস্য ঘের ভেসে গেছে।বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের বলবাড়িয়া পারসের কোণে খোলপেটুয়ার ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। 

বলবাড়িয়া গ্রামের আজিজুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন সংস্কার না করায় বেড়িবাঁধটি জীর্ণশীর্ণ হয়ে পড়েছিল। রাতে জোয়ারের প্রবল চাপে বাঁধের বলবাড়িয়া পয়েন্ট ভেঙে যায়। এতে ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের। অনেকেই পুঁজি হারিয়ে পথে বসেছেন। 

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা মিলন বাংলানিউজকে জানান, বার বার বলা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামত করেনি। সকাল থেকে একাধিক বার ফোন করেও তাদের পাওয়া যায়নি। এখন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকার জনগণ নিয়ে বাঁধ মেরামত করা হচ্ছে। 

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব ভৌমিকের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa