ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

শাবিপ্রবির সঙ্গে তাইওয়ানের সমঝোতা স্মারক

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
শাবিপ্রবির সঙ্গে তাইওয়ানের সমঝোতা স্মারক শাবিপ্রবির সঙ্গে তাইওয়ানের সমঝোতা স্মারক

সিলেট (শাবিপ্রবি): যৌথভাবে গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে তাইওয়ানের ইউয়ান জে ইউনিভার্সিটি সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

শাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস এবং তাইওয়ানের পক্ষে অধ্যাপক চিং-পু-চেন সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।  

এ সময় উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, অধ্যাপক ড. সালমা আক্তার, ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, ইউয়ান জে ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক শিউ চাউন হার, সহযোগী অধ্যাপক চেং-চি-শু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।