ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

উপকূল থেকে উপকূল

লক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
লক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত লক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দ‍ুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।