ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

বরগুনায় লোকালয়ে চিত্রল হরিণ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৩
বরগুনায় লোকালয়ে চিত্রল হরিণ

বরগুনা: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের কালাইমুদাফাত গ্রামে সোমবার সকালে চিত্রল প্রজাতির একটি হরিণ ধরা পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে ঘোরাফেরা করতে দেখে হরিণটিকে ধরে ফেলেন স্থানীয় আসমত আলী এবং আব্দুস সালাম মিয়া।



খবর পেয়ে বরগুনা থানা পুলিশ গিয়ে হরিণটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বসির আহমেদ বাংলানিউজকে জানান, হরিণটি হয়তো পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকীর সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে চলে এসেছে।

তবে খরস্রোতা বিষখালী নদী পারি দিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই গ্রামে হরিণটি কিভাবে এলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সুন্দরবন অথবা সংরক্ষিত কোনো বনাঞ্চল থেকে হরিণটি ধরে এনে পাচার করার সময় তা ছুটে গেছে বলেও মনে করছেন অনেকে।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৩    
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।