ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

টাইগারদের সমীহ করছেন অজি অধিনায়ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ৪, ২০১৭
টাইগারদের সমীহ করছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার

লন্ডন থেকে: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে মোকাবেলার আগে টাইগার ব্যাটসম্যান ও বোলারদের নিয়ে বেশ চিন্তিত অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

সোমবার (৫ জুন) ওভালে অনুষ্ঠেয় ম্যাচটিতে জয় পেতে হলে বাংলাদেশের প্রতিটি বিভাগকে সামলে খেলার বিকল্প দেখছেন না তিনি।

বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের প্রশংসা করে অজি অধিনায়ক বলেন, বাংলাদেশ দলে বিপজ্জনক কয়েকজন ব্যাটসম্যান আছে।

আমরা দেখেছি তামিম ইকবাল ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। সেদিন মুশফিকের ইনিংসটিও দারুণ ছিল।
 
রোববার (৪ জুন) কেনিংটন ওভালে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে একথা বলেন।
 
তবে শুধু ব্যাটিংই নয়। টাইগার বোলাররা বিশেষ করে মাশরাফির বোলিং নিয়েও চিন্তিত মনে হল স্টিভ স্মিথকে।

নিঃসন্দেহে মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের ক্লাসিক বোলারদের মধ্যে একজন। ও ছাড়াও দলটিতে আরও ভয়ংকর কিছু প্লেয়ার আছে। তাই জিততে হলে আমাদের সেরা খেলার কোনো বিকল্পই নেই, যোগ করেন অজি অধিনায়ক।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (০৫ জুন) কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশকে মোকাবেলা করবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলা এর সর্বশেষ