ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বোলিং আপ টু দ্য মার্ক ছিল না, বললেন মাশরাফি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ১, ২০১৭
বোলিং আপ টু দ্য মার্ক ছিল না, বললেন মাশরাফি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি

ওভাল থেকে:  আইসিসি চ্যাম্পিয়নস্‌ ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ৩০৫ রান সংগ্রহ করে ইংল্যান্ডকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেন টাইগাররা। কিন্তু ৩০৬ রানের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ডের মাত্র ২টি উইকেটের পতন ঘটাতে সক্ষম হন তারা।

ফলে ৮ উইকেটের বড় জয় পেল ইংল্যান্ড। আর এজন্য বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দলের নির্বিষ বোলিংকেই দায়ী করলেন।

‘আমাদের বোলিং আপ টু দ্য মার্ক না। এসব উইকেটে ৩২০ করেও জেতা কঠিন’- মন্তব্য টাইগার দলপতির।

বৃহস্পতিবার (০১ জুন) ওভালে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।        

মাশরাফি আরও বলেন, ‘তাছাড়া প্রথমে উইকেট পাওয়ার পরও মধ্যবর্তী পর্যায়ে হেইলস ‍ও রুটের একটা উইকেট চাচ্ছিলাম, পারিনি। ফলে ওদের জুটিটা বড় হয়ে গেছে’।

আগামী ০৫ জুন ওভালে চ্যাম্পিয়নস্‌ ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এইচএল/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ