ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ফয়েজ আহমদ স্মরণসভা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ঢাবিতে ফয়েজ আহমদ স্মরণসভা ফয়েজ আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়: সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহমদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ৩য় তলায় এ স্মরণ সভার আয়োজন করে গণমুক্তির গানের দল।



সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক সাংবাদিক মঞ্জুরুল হক, গণমুক্তির গানের দলের সদস্য ফারহানা হক শামা, ল্যাম্পপোস্ট সম্পাদক নাহিদ সুলতানা লিসা প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন গণমুক্তির গানের দলের সহ সভাপতি হাসান ফকরী।

আলোচকরা বলেন, কমরেড ফয়েজ আহমদের আদর্শে অনুপ্রাণিত হয়ে শোষণহীন ও সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

২০১২ সালের এ দিনে ফয়েজ আহমদ মারা যান।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ