ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সাংস্কৃতিক মুক্তিজোটের নির্বাচনের ঘোষণা

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩
সাংস্কৃতিক মুক্তিজোটের নির্বাচনের ঘোষণা

ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

সোমবার বিকাল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে দলটির নির্বাহী প্রধান মুহাম্মদ আমিনুর রহমান সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।



এ সময় উপস্থিত ছিলেন, দলের পরিচালনা বোর্ড প্রধান আবু লায়েস মুন্না, কন্ট্রোল বোর্ড প্রধান শাহ জামাল আমিরুল, সমন্বয়কারী আজিবুন্নাহার ঝুমা, সিরাজুল ইসলাম প্রমুখ।

তারা বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনকালীন হরেক কিসিমের সরকার ব্যবস্থার ফর্মুলা নয়। বরং নিরাচন কমিশনকে প্রাতিষ্ঠানিক ক্ষমতা প্রধান, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির অধীনে দেওয়া হলেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ