ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিনোদন

আবারও বাংলা ছবিতে জ্যাকি শ্রুফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জুন ১৬, ২০১৩
আবারও বাংলা ছবিতে জ্যাকি শ্রুফ

ঢাকা: আবারও বাংলা ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রুফ। এবার টালিউট চলচ্চিত্র পরিচালক উজ্জ্বল চ্যাটার্জীর ‘স্বভূমি’ ছবিতে অভিনয় করছেন তিনি।

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অন্তর মহল’ শ্রুফ অভিনীত জনপ্রিয় বাংলা ছবি। ছবিটির পরিচালক প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ।

‘স্বভূমি’ হবে শ্রুফ অভিনীত ৪র্থ বাংলা ছবি। কাহিনির সঙ্গে বাস্তবের মিল আছে বলেই উজ্জ্বল চ্যাটার্জীর নতুন ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রুফ ।

জ্যাকি শ্রুফ বলেন,“‘অন্তরমহল’ছবির পরিচালকের সঙ্গে আমার আরও কাজ করার ইচ্ছা ছিল। মহাশ্বেতা দেবীর ‘আধোবা’ উপন্যাস অবলম্বনে ‘স্বভূমি’ ছবিটি নির্মান করা হবে। ছবির কাহিনিতে জমি দখলের একটি বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হবে।
 
‘স্বভূমি’ ছবিতে ৫৬ বছর বয়সী শ্রুফকে একজন আ পি এস এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিনি ভূমি দখলদারদের বিরূদ্ধে লড়াই করবেন। ‘দালাল টপকে গেল’ শিরোনামে একটি আইটেম গানের শুটিং ইতমধ্যেই সম্পন্ন করেছেন পরিচালক। আইটেম গানে শ্রুফের সাথে ডান্স করেছেন ডিম্পি মহাজন ।

ছবিটিতে জ্যাকি শ্রুফের সঙ্গে অভিনয় করছেন, তাপস পাল এবং দেবশ্রী রায়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১৬ জুন, ২০১৩
জায়েদ/ সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ