ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্যারিয়ার

রুয়েটে শিক্ষকতার সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
রুয়েটে শিক্ষকতার সুযোগ

বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

যেসব পদে নিয়োগ:
সহযোগী অধ্যাপক পদে পুরকৌশল বিভাগে ১ জন, গণিত বিভাগে ১ জন, সহকারী অধ্যাপক পদে পুরকৌশল বিভাগে ১ জন, যন্ত্রকৌশলে ২ জন, আইপিই বিভাগে ১ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রভাষক পদে পুরকৌশলে ২ জন, যন্ত্রকৌশলে ২ জন, সিএসই বিভাগে ২ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ২ জন, আইপিই বিভাগে ১ জন, ত ও ই কৌশলে ২ জন, ইটিই বিভাগে ১ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে ১ জন, কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন নেওয়া হবে।

এছাড়া সিনিয়র মেডিক্যাল অফিসার পদে ১ জন এবং মেডিক্যাল অফিসার পদে ১ জন নিয়োগ পাবেন।

বেতনস্কেল:
জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী, সহযোগী অধ্যাপক পদে ৫০,০০০/- ৭১,২০০/ টাকা, সহকারী অধ্যাপক এবং সিনিয়র মেডিক্যাল অফিসার পদে ৩৫,৫০০/- ৬৭,০১০/ টাকা, প্রভাষক এবং মেডিক্যাল অফিসার পদে ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা স্কেলে বেতন দেয়া হবে।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত যোগ্যতা দেখতে ক্লিক করুন-


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।