ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্যারিয়ার

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১২৭ কর্মকর্তা নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১২৭ কর্মকর্তা নিয়োগ

সিনিয়র অফিসার পদে ৮২ জন এবং সিনিয়র অফিসার (আইটি) পদে ৪৫ জনসহ মোট ১২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। জেনে নিন পদগুলোতে আবেদনের বিস্তারিত-

পদ: সিনিয়র অফিসার
পদসংখ্যা: ৮২টি
যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।

শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। ১ অক্টোবর ২০১৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর।

পদ: সিনিয়র অফিসার (আইটি)
পদসংখ্যা: ৪৫টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি। কমপক্ষে একটি একাডেমিক পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। ১ অক্টোবর ২০১৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর।

আবেদনের নিয়ম: অনলাইনে বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: সিনিয়র অফিসার পদে আবেদন শুরু হবে ২৩ অক্টোবর। আগ্রহী প্রার্থীরা ১৩ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সিনিয়র অফিসার (আইটি) পদে আবেদন শুরু হবে ৩০ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ২০ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সিনিয়র অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

সিনিয়র অফিসার (আইটি) পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।