ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্যারিয়ার

৩৭ পদে জনবল নেবে ইউনাইটেড এয়ারওয়েজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
৩৭ পদে জনবল নেবে ইউনাইটেড এয়ারওয়েজ

৩৭ পদে জনবল নিয়োগ দেবে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড। আগ্রহীরা আবেদন করতে পারবেন ২০ জুলাই পর্যন্ত।

যেসব পদে লোক নেয়া হবে: সিএফও/ কোম্পানি সেক্রেটারি। ক্যাপ্টেন ফর বোয়িং ৭৭৭-২০০/৩০০ ইআর। ক্যাপ্টেন ফর এ৩১০-৩০০ ইআর। ক্যাপ্টেন ফর এমডি-৮৩। ক্যাপ্টেন ফর ইআরজে-১৪৫ এলআর। ক্যাপ্টেন ফর এটিআর-৭২। ফার্স্ট অফিসার ফর বোয়িং ৭৭৭-২০০/৩০০ ইআর, এ৩১০, এমডি-৮৩, ইআরজে-১৪৫এলআর, এটিআর-৭২। ক্যাডেট পাইলট। এয়ারক্রাফট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার। ম্যানেজার (প্রকিউরমেন্ট)। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রকিউরমেন্ট)। হেড অব মার্কেটিং। ডিজিএম (মার্কেটিং)। ম্যানেজার (মার্কেটিং)। এক্সিকিউটিভ (মার্কেটিং)। জুনিয়র এক্সিকিউটিভ (সেলস)। ম্যানেজার (রিজার্ভেশন)। জুনিয়র এক্সিকিউটিভ (রিজার্ভেশন)। ম্যানেজার (শেয়ার)। জুনিয়র এক্সিকিউটিভ (শেয়ার)। জিএম (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)। ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)। জুনিয়র এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস)। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর)। জুনিয়র এক্সিকিউটিভ (পিআর)। ম্যানেজার (আইটি)। এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ (আইটি)। টেকনিশিয়ান (আইটি)। ম্যানেজার (কেবিন সার্ভিসেস)। ফ্লাইট অ্যাটেনডেন্টস (পুরুষ ও নারী)। ফ্লাইট ডিসপ্যাচার। ফ্লাইট অপারেশন অফিসার। ট্রাফিক অফিসার। জুনিয়র এক্সিকিউটিভ (রেভিনিউ)। ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ/ রিসিপশনিস্ট (নারী)। জিএসই অপারেটর। মেকানিক্যাল ট্রান্সপোর্ট অপারেটর (এমটিও)।

আবেদনের নিয়ম: সিভি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে 'ম্যানেজার এইচআর, হেড অফিস, উত্তরা টাওয়ার (পঞ্চম তলা), ১ জসীমউদ্দীন এভিনিউ, সেক্টর- ৩, উত্তরা, ঢাকা- ১২৩০' ঠিকানায়। অথবা ইমেইল করতে হবে [email protected] ঠিকানায়। কোনো সার্টিফিকেট বা টেস্টিমোনিয়াল পাঠাতে হবে না। ফ্লাইট অ্যাটেনডেন্টস পদে আবেদনকারীদের পাসপোর্ট সাইজের পরিবর্তে পূর্ণাঙ্গ ছবি পাঠাতে হবে।  

আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই।  

আবেদনের যোগ্যতা ও বিস্তারিত জানতে >>ক্লিক করুন<<

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।