ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

বিপিএলে ৪ বোলার পেলেন ২০ উইকেট, শীর্ষে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
বিপিএলে ৪ বোলার পেলেন ২০ উইকেট, শীর্ষে মোস্তাফিজ

পর্দা নেমেছে বঙ্গবন্ধু বিপিএলের। ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির দল রাজশাহী রয়্যালস। এই আসরে ব্যাটসম্যানদের পাশাপাশি দাপট দেখিয়েছেন বোলাররাও। তাইতো শীর্ষ চার বোলারের সবাই সমান ২০টি করে উইকেট পেয়েছেন। তবে সবার ওপরে রয়েছেন রংপুর রেঞ্জার্সের বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমান।

টুর্নামেন্টের প্রথমদিকে ভালো না করলেও শেষ দিকে জ্বলে ওঠেন মোস্তাফিজ। তার গ্রুপ পর্বের তলানিতে থাকলেও, তিনি ছিলেন নিজের ঢংয়ে।

১২ ম্যাচে কাটার মাস্টারের দখলে ২০টি উইকেট।

সমান ১৪ ম্যাচে ২০ উইকেট করে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয়স্থানে খুলনা টাইগার্সের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাংলাদেশি পেসার রুবেল হোসেন। খুলনার দক্ষিণ আফ্রিকান পেসার রবি ফ্রাইলিংক ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। আর খুলনার আরেক পেসার শহীদুল ইসলাম ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে শীর্ষ পাঁচে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ