bangla news

শীর্ষেই জার্মানি, দুইয়ে ব্রাজিল ও পাঁচে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৮-০৪-১৩ ১২:১৭:২১ পিএম
শীর্ষেই জার্মানি, দুইয়ে ব্রাজিল ও পাঁচে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

ফিফা র‌্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। এছাড়া অপরিবর্তিত রয়েছে দ্বিতীয়স্থানে থাকা ব্রাজিলের পজিশনও। কিন্তু পর্তুগাল ও আর্জেন্টিনাকে পেছনে ফেলে তিনে উঠে এসেছে বেলজিয়াম। এক ধাপ পিছিয়ে চারে পর্তুগাল। সমান এক ধাপ পিছিয়ে পাঁচে আর্জেন্টিনা।

দুই ধাপ উন্নতি করে ছয়ে সুইজারল্যান্ড। সাতে ওঠা ফ্রান্সও দুই ধাপ উন্নতি করেছে। শীর্ষ দশে থাকা স্পেন দুই ধাপ পিছিয়ে আটে, এক ধাপ ওপরে উঠে নয়ে বিশ্বকাপে সুযোগ না পাওয়া চিলি। আর চার ধাপ পিছিয়ে দশে পোল্যান্ড।

এদিকে বিশ্বকাপ শুরুর ঠিক ৬৩ দিন আগে আয়োজক রাশিয়া জাতীয় দল ফিফা র‌্যাংকিংয়ে নেমে গেল তাদের সর্বনিম্ন অবস্থানে। তিন ধাপ নেমে রাশিয়ার অবস্থান ৬৬। ফিফা র‌্যাংকিং প্রবর্তনের পর এটি রাশিয়ার সর্বনিম্ন অবস্থান।

১৯৯২ সালের ডিসেম্বরে ফিফা র‌্যাংকিং চালু করে। এরপর থেকে রাশিয়ার গড় অবস্থান ২২। গত মাসে ঘোষিত র‌্যাংকিংয়ে রাশিয়া ছিল ৬৩ নম্বরে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৮
এমএমএস

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: news24.banglanews@gmail.com, news.bn24@gmail.com, banglanews.digital@gmail.com এডিটর-ইন-চিফ ইমেইল: editor.banglanews@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

কপিরাইট © 2018-05-20 19:02:58 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান