bangla news

রমা চৌধুরীকে দেখতে গেলেন মেয়র নাছির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৮-০১-১২ ১০:১২:১৯ পিএম
রমা চৌধুরীকে দেখতে গেলেন মেয়র নাছির
অসুস্থ রমা চৌধুরীর চিকিৎসার খোঁজ নেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: ‘একাত্তরের জননী’ খ্যাত অসুস্থ রমা চৌধুরীকে দেখতে গেছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে মেয়র চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রমা চৌধুরীর সঙ্গে দেখা করেন।

মেয়র কিছু সময় এ লেখিকার শয্যা পাশে অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় আওয়ামী লীগ নেতা হাজি আহমেদ বেলাল, মহানগর যুবলীগ নেতা আবদুল মান্নান ফেরদৌস, জামাল ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, যুবনেতা ওয়াহিদুল আলম শিমুল ও সাবেক ছাত্রনেতা ইয়াছির আরাফাত।

মোরশেদুল আলম বাংলানিউজকে জানান, রমা চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার ব্যাপারে মেয়র চিকি‍ৎসকের সঙ্গে পরামর্শ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বাঁচতে চান রমা চৌধুরী, পাশে দাঁড়ানোর অনুরোধ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে 'একাত্তরের জননী' রমা চৌধুরী

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮

এআর/টিসি

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: news24.banglanews@gmail.com, news.bn24@gmail.com, banglanews.digital@gmail.com এডিটর-ইন-চিফ ইমেইল: editor.banglanews@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

কপিরাইট © 2018-06-21 06:03:45 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান