bangla news

বিয়ে প্রয়োজনীয় নয় আলীয়ার প্রেমিক সিদ্ধার্থের কাছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৭-১১-১৪ ১০:০০:৫৬ পিএম
বিয়ে প্রয়োজনীয় নয় আলীয়ার প্রেমিক সিদ্ধার্থের কাছে
আলীয় ভাট। ছবি: সংগৃহীত

ঢাকা: ইত্তেফাক সিনেমায় সোনাক্ষী সিনহা’র বিপরীতে দুর্দান্ত অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন   বলিউডের সুদর্শন নায়ক সিদ্ধার্থ মালহোত্রা। সুন্দরী অভিনেত্রী আলিয়া ভাট এর সঙ্গে তার সম্পর্ক দীর্ঘ দিনের। সেই সম্পর্ক নিয়েও কানাঘুষা নেহায়েত কম নয়। কিন্তু এবার নিজেই খোলামেলা কথা বললেন সিদ্ধার্থ।

তিনি বললেন, বিয়েকে খুব প্রয়োজনীয় বলে মনে করি না। লিভ ইন রিলেশনসও খুব অন্তরঙ্গ সম্পর্ক। এমন সম্পর্কে পরস্পরকে পাওয়া যায়। দুজনের মন্দ ও ভালো সময়ে একে ‍অপরের পাশে দাঁড়ায়।

তিনি প্রশ্ন তোলেন, পারস্পারিক বোঝাপড়া থাকলে সামাজিক অনুমোদনের আদৌ কি কোনো প্রয়োজন আছে?

কিন্তু আমি বাবা হতে চাইলে, অবশ্যই বিয়ে করতে চাইবো। পরিবারের কর্তা হিসেবে সন্তানকে নিরাপত্তা দিতে চাইবো।

সিদ্ধার্থ বলেন, এক্ষেত্রে শারীরিক আকর্ষণের চেয়ে আমি বরং মজার মানুষই খুঁজবো। যদিও শারীরিক আকর্ষণকে আমি এড়িয়ে যেতে পারি না। অবশ্যই আমি আমার সঙ্গিনীর গুরুত্ব সম্পর্কে সচেতন থাকবো।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
জেডএম/

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: news24.banglanews@gmail.com, news.bn24@gmail.com, banglanews.digital@gmail.com এডিটর-ইন-চিফ ইমেইল: editor.banglanews@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

কপিরাইট © 2018-04-22 10:11:56 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান