bangla news

রংপুর রাইডার্স এর পৃষ্ঠপোষক বসুন্ধরা এলপি গ্যাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৭-১০-১২ ৮:২১:১৫ পিএম
রংপুর রাইডার্স এর পৃষ্ঠপোষক বসুন্ধরা এলপি গ্যাস
রংপুর রাইডার্স ও বসুন্ধরা এলপি গ্যাস এর মধ্যে চুক্তি সই। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ক্রিকেটের অন্যতম ইভেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মেলন কক্ষে  রংপুর রাইডার্স ও বসুন্ধরা এলপি গ্যাসের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়।
 
বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন ও রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এদিন বসুন্ধরা এলপি গ্যাস বাদে পৃষ্ঠপোষক হিসেবে রংপুর রাইডার্স আরো তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। প্রতিষ্ঠানগুলো হলো- ফিনিক্স গ্রুপ, স্কয়ার ইলেক্ট্রনিকস লিমিটেড ও আরআরএম গ্রুপ।
 
বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে এমএম জসীম উদ্দীন বলেন, বসুন্ধরা দেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলোর একটি। আবার রংপুর রাইডার্সও বিপিএল’র অন্যতম সেরা একটি দল। এই দুই সেরা প্রতিষ্ঠানের শক্তি এক হয়ে আসন্ন বিপিএলে দলটিকে আরো ভালো খেলা উপহার দিতে সাহায্য করবে।
 
রংপুর রাইডার্সের পক্ষে ইশতিয়াক সাদেক বলেন, আমরা হয়তো অতটা ভালো খেলোয়াড় নিতে পারিনি। তারওপর ১৮-১৯টি স্পন্সর পেয়েছি। আশা করছি এই দলটির খেলা দিয়েই স্পন্সরদের ভালো প্রতিদান দিতে পারবো।
 
স্কয়ার ইলেক্ট্রনিকস লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। রংপুর রাইডার্সের পক্ষে সিইও ইশতিয়াক সাদেক।
 
চুক্তি স্বাক্ষর শেষে স্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের মহাব্যবস্থাপক (মার্কেটিং) মনজুরুল করিম বলেন, ‘রংপুর রাইডার্স সম্ভাবনাময় একটি দল। এই দলটির পৃষ্ঠপোষকতা করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি আসন্ন বিপিএল-এ দলটি ভালো খেলা উপহার দিতে সক্ষম হবে।’
 
অপর চুক্তিতে আরআরএম গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুমন চৌধুরী। রংপুর রাইডার্সের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন।
 
আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএল’র পঞ্চম আসর। তবে তারও ২ দিন আগে (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। এবারের বিপিএল-এ অংশ নিচ্ছে রংপুর রাইডার্সসহ ৭টি দল। রংপুর রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমসি/জেডএম

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: news24.banglanews@gmail.com, news.bn24@gmail.com, banglanews.digital@gmail.com এডিটর-ইন-চিফ ইমেইল: editor.banglanews@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

কপিরাইট © 2018-06-25 05:33:32 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান