bangla news

নভেম্বরের মধ্যে ছিটমহল বিনিময় না হলে বৃহত্তর আন্দোলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৪-০৯-১১ ৬:৫৪:০০ পিএম
নভেম্বরের মধ্যে ছিটমহল বিনিময় না হলে বৃহত্তর আন্দোলন
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের সভাপতি দিপ্তীমান সেন গুপ্ত বলেছেন, চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

কুড়িগ্রাম: বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের সভাপতি দিপ্তীমান সেন গুপ্ত বলেছেন, চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
 
এ লক্ষ্যে ভারত ও বাংলাদেশে জনমত তৈরির কাজ চলছে। প্রয়োজনে মানবাধিকার সংগঠনগুলোকে এ কাজে সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি।

এসময় দিপ্তীমান সেন গুপ্ত আরো বলেন, নভেম্বরে ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনে স্থল সীমান্ত চুক্তি উত্থাপনের কথা রয়েছে। এতে ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন রয়েছে।

পরে দুপুর ১টার দিকে দাসিয়ার ছড়ায় বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলবাসীদের এক প্রতিনিধি সভায় অংশ নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: news24.banglanews@gmail.com, news.bn24@gmail.com, banglanews.digital@gmail.com এডিটর-ইন-চিফ ইমেইল: editor.banglanews@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

কপিরাইট © 2018-05-25 06:40:56 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান