ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাজশাহীতে অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব শুরু ২ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, ফেব্রুয়ারি ২৯, ২০২০
রাজশাহীতে অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব শুরু ২ মার্চ

রাজশাহী: রাজশাহীতে আইনজীবী, সমাজকর্মী, খ্যাতনামা ইতিহাসবিদ নাট্যকার ও প্রত্নতত্ত্ববিদ অক্ষয়কুমার মৈত্রেয়ের জন্মদিন উপলক্ষে সাত দিনব্যাপী চতুর্থ অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব ২০২০ শুরু হচ্ছে আগামী ২ মার্চ (সোমবার)।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসবপ্রচার কমিটির আহ্বায়ক আব্দুস সাত্তার ডলার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ এ স্লোগানকে সামনে রেখে  রাজশাহী থিয়েটারের আয়োজনে ২ মার্চ বিকেল ৫টায় মহানগরীর ডা. কাইছার রহমান চৌধরী অডিটোরিয়ামে এ নাট্যোৎসব শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাইকমশিনার সঞ্জিব কুমার ভাটি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেন, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দিন, চতুর্থ অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসবের সমন্বয়কারী কামার উল্লাহ সরকার ও রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার।

২ থেকে ৮ মার্চ বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় ঐতিহাসিক যাত্রাপালা পলাশী পূরাণসহ ভারত ও বাংলাদেশের ১২টি বিখ্যাত নাটক মঞ্চস্থ হবে বলেও জানান আব্দুস সাত্তার ডলার।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।