ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

ময়মনসিংহে লোকসঙ্গীত উৎসবের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩১, ডিসেম্বর ২, ২০১৯
ময়মনসিংহে লোকসঙ্গীত উৎসবের উদ্বোধন উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু

ময়মনসিংহ: ময়মনসিংহে ছয় দিনব্যাপী আঞ্চলিক লোকসঙ্গীত উৎসব শুরু হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) বিকেলে নগরের জিমনেসিয়াম মাঠে এর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।

এর আগে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় ছয় দিনের এ উৎসবে লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্টল রয়েছে ২৮টি। উৎসবটি চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘন্টা, ডিসেম্বর ০২, ২০১৯ 
একে/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।