ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

কবিতা

ক্যানভাস | অনির্মাণ বিন্দু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, মার্চ ১৮, ২০১৮
ক্যানভাস | অনির্মাণ বিন্দু ক্যানভাস | অনির্মাণ বিন্দু

যাতনায় যাপিত জীবনে,
নেই কোনো বৈচিত্র্য।

শিকারীর বিষমাখা তীরের আঘাতে
প্রতিক্ষণ মৃত্যু যন্ত্রণায়
এলোমেলো ছুটে চলা বলাকার
ডানায় ভর করে
এখানে রাত আসে, বিবর্ণ।

তবুও, অবিরত নিজ়েকে মুক্তি দিয়ে
অসীম ভালোবাসার মায়াজ়ালে বন্দি হওয়া!
এ যেন রঙ তুলিতে হৃদয় পটে
কেবলই স্বপ্ন এঁকে এঁকে
কোনো কবির শিল্পী হয়ে ওঠা।

এ জীবন যদি ক্যানভাস হতো
রং-তুলি দিয়ে ইচ্ছেগুলো এঁকে নিতাম।

ইচ্ছেগুলো কইতো কথা
আপন ভাষায় আপন রঙে…

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।