ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

গবেষণাধর্মী বই ‘মুদ্রণ শিল্পের কথা: অতীত ও বর্তমান’

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
গবেষণাধর্মী বই ‘মুদ্রণ শিল্পের কথা: অতীত ও বর্তমান’ ‘মুদ্রণ শিল্পের কথা: অতীত ও বর্তমান’ বইয়ের প্রচ্ছদ ও বইটির লেখক। ছবি: সংগৃহীত

ফেনী: মুদ্রণ শিল্পের সূচনা ও এর চলমান অবস্থা নিয়ে প্রকাশিত হয়েছে আরিফুল আমীন রিজভীর গবেষণাধর্মী বই ‘মুদ্রণ শিল্পের কথা: অতীত ও বর্তমান’।

বইটি প্রকাশ করেছে ‘ভাটিয়াল প্রকাশন’।

মুদ্রণ শিল্পের সূচনা ৮৬৮ সালে।

কালে কালে হয়েছে এর বিবর্তন এবং তা চলমান আজ অবধি। বাংলাদেশে মুদ্রণ শিল্পের অতীত ও বর্তমান গবেষকের শ্রম ও মেধার মাধ্যমে প্রকাশ পেয়েছে এ বইটিতে। মুদ্রণ শিল্প সম্পর্কিত অনেক দুর্লভ তথ্য এ বইটিতে পাবেন পাঠক।  

বইটি সম্পর্কে লেখক বলেন, বই তো অনেক লেখা হয়। তবে গল্প, কবিতা, উপন্যাস ছাড়া গবেষণার কাজ খুবই সীমিত। আর গবেষণার কাজটি কিঞ্চিৎ হলেও ব্যতিক্রম। পাঠক এ বইতে মুদ্রণ শিল্প সম্পর্কে জানতে পারবেন, একইসঙ্গে ফেনীর গবেষণা কাজকেও অনেক বেশি সমৃদ্ধ ও স্পষ্ট করবে বইটি।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসএইচডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।