ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বগুড়ায় হয়ে গেলো কবিদের মিলনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
বগুড়ায় হয়ে গেলো কবিদের মিলনমেলা বগুড়ায় হয়ে গেলো কবিদের মিলনমেলা। ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় হয়ে গেলো দু’দিনব্যাপী কবি সম্মেলন। বগুড়া লেখক চক্রের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে চার বিশিষ্টজনকে সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (০৬ অক্টোবর) শুরু হওয়া এ সম্মেলনের শেষ দিন ছিল শনিবার (০৭ অক্টোবর)।  

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ভাঙে কবি-লেখকদের এ মিলনমেলা।

 এতে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ।  

দ্বিতীয়দিনে সম্মাননা পর্বে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক প্রধান অতিথি ছিলেন। আর বিশেষ অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার, কবি ও সাংবাদিক নাসির আহমেদ, অভিনেতা লেখক খায়রুল আলম সবুজ, কবি আরিফুল হক কুমার ও কবি বজলুল করিম বাহার।
 
কবি ও সাংবাদিক জেএম রউফের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কথাসাহিত্যিক কাজী রাফি ও বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
 
এ সময় কবিতায় জাকির জাফরান, কথা সাহিত্যে সালেহা চৌধুরী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় গাজী লতিফ ও সাংবাদিকতায় প্রদীপ মোহন্তকে সম্মাননা দেওয়া হয়।
 
অনুষ্ঠানে তাদের উত্তরীয়, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি হাসান আজিজুল হক।
 
এর আগে প্রথম সেশনে কবি মামুন রশীদের প্রবন্ধ ‘সাহিত্য সাময়িকী: প্রেক্ষিত বর্তমান সময়’ শীর্ষক সেমিনার হয়। এতে সভাপতি ছিলেন কবি কামরুল বাহার আরিফ।  
 
কবি সাংবাদিক নাজমুল হাসানের সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন সরোজ দেব, কবি নুরুল ইসলাম বাদল ও কবি অচিন্ত্য চয়ন প্রমুখ।
 
কবি সম্মেলনের দ্বিতীয় দিনে শুভেচ্ছা বক্তব্য পর্বে সভাপতিত্ব করেন শিবগঞ্জ এম এইচ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান।
 
কবি সিকতা কাজলের সঞ্চালনায় এ সময় শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক, বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন প্রমুখ বক্তব্য দেন।
 
আর স্বরচিত কবিতা পাঠ পর্বে সভাপতিত্ব করেন বরেন্দ্র কলেজ রাজশাহীর অধ্যক্ষ আলমগীর মালেক।
 
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এমবিএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad