ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

সাহিত্য প্রণোদনা পুরস্কার পেলেন কবি হাবীবাহ্ নাসরীন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
সাহিত্য প্রণোদনা পুরস্কার পেলেন কবি হাবীবাহ্ নাসরীন কবি হাবীবাহ্ নাসরীন

চলতি বছরের ‘সাহিত্য প্রণোদনা পুরস্কারে’ ভূষিত হলেন কবি হাবীবাহ্ নাসরীন। তার রচিত কবিতাগ্রন্থ ‘কবিতা আমার মেয়ে’ ও উপন্যাস ‘তুমি আছো তুমি নেই’র জন্য এ স্বীকৃতি দিচ্ছে ঢাকার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সেন্টার ফর ন্যাশনাল কালচার। 

শিগগির আনুষ্ঠানিকভাবে জনপ্রিয় এ লেখিকার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। ২০১১ সালে প্রথম এ পুরস্কার দেওয়া হয়।

এ প্রসঙ্গে হাবীবাহ্ নাসরীন জানান, পাঠকের ভালবাসাই একজন লেখকের বড় অর্জন; আর প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও নিশ্চয়ই তার অংশ বিশেষ। তরুণ লেখকদের উৎসাহিত করতে এ ধরণের পুরস্কার বিশেষ ভূমিকা রাখতে পারে। আমার জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হিসেবে ‘সাহিত্য প্রণোদনা পুরস্কার-২০১৭’ স্মরণীয় হয়ে থাকবে।  

পেশায় সাংবাদিক হাবীবাহ্ নাসরীন লাইফস্টাইল ইনচার্জ হিসেবে কর্মরত আছেন দেশের একটি শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টালে। শৈশবে, নব্বই দশকের শেষের দিকে লেখালেখিতে আসা এ লেখিকা প্রশিক্ষণ নিয়েছেন বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্পে; ইতোপূর্বে যুক্ত ছিলেন কয়েকটি পত্রিকায়।  

সাহিত্য ছাড়াও লাইফস্টাইল এবং ফ্যাশন নিয়ে ক্রমাগত লেখালেখি করে ব্যাপক পরিচিত পেয়েছেন হাবীবাহ্ নাসরীন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।