ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

শব্দরথে অভিযাত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
শব্দরথে অভিযাত্রী সন্ধ্যায় সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘শব্দরথে অভিযাত্রী-৬’ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করা হচ্ছে-ছবি: বাংলানিউজ

ঢাকা: ধ্বনিতে, বর্ণে, শব্দে, বাক্যে; আমাদের প্রতিদিনকার চাওয়া-পাওয়ার আদান-প্রদান, আমাদের প্রাত্যাহিক জীবন। ভাব ও রসে, আবেগ ও উচ্ছ্বাসে, ক্ষোভে ও বিক্ষোভে কিংবা ভালবাসায়-এর সবই হয়ে ওঠে শিল্প... শিল্পীর কণ্ঠে সংগীতে, অভিনয়ে, আবৃত্তিতে।

এমন ভাবনা থেকে চারজন আবৃত্তিশিল্পী শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে স্রোত আবৃত্তি সংসদ আয়োজিত ‌‌‌‌‌‘শব্দরথে অভিযাত্রী-৬’ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করা হয়।

আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামান, তাপস হাওলাদার, আজিম রানা ও প্রজ্ঞা হকের পরিবেশনায় মুগ্ধ হন শ্রোতারা।

কবিতাগুলো ধরণ ছিল প্রকৃতি ও প্রেম, সংগ্রাম ও দ্রোহ এবং সমাজ ও বোধ।

মাসুদুজ্জামান পরিবেশন করেন ছুটির আয়োজন, হলদিঘাট,স্বাধীনতা তুমি, জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গনসহ নয়টি কবিতা।

তাপস হাওলাদার, পরিবেশন করেন নদী, ১৬ ডিসেম্বর বিজয় পর্ব, পাহাড় চূড়াসহ সাতটি কবিতা।

আজিম রানা ও প্রজ্ঞা হক দ্বৈতসহ পরিবেশন করেন আরো এগারোটি কবিতা।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
কেজেড/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।