ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

চলে গেলেন সঙ্গীতশিল্পী কিশোরী আমোনকর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
চলে গেলেন সঙ্গীতশিল্পী কিশোরী আমোনকর সঙ্গীতশিল্পী বিদূষী কিশোরী আমোনকর

অন্য ভুবনে পাড়ি জমালেন ভারতের প্রবাদপ্রতিম শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বিদূষী কিশোরী আমোনকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সোমবার (০৩ এপ্রিল) রাতে মুম্বাইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত এ শিল্পী।

হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রথমসারির ব্যক্তিত্বদের অন্যতম কিশোরী আমোনকর।

জয়পুর ঘরানার গায়িকাদের মধ্যে তিনি এক উজ্জ্বল নাম। কিশোরী বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মগুবাই কুরদিকরের কন্যা। ওস্তাদ আল্লাদিয়া খাঁ সাহেবের গণ্ডাবন্ধ শিষ্য ছিলেন মগুবাই।  

বিখ্যাত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মানোর সূত্রে ছোট থেকেই শুরু হয়ে যায় কিশোরীর তালিম। ১৯৩২ সালের ১০ এপ্রিল জন্ম। একটু বড় হতেই মায়ের কাছে তার তালিম শুরু হয়। পরবর্তীতে শাস্ত্রীয় সঙ্গীতে একটি নিজস্ব স্টাইল তৈরি করেন তিনি। খেয়ালের পাশাপাশি ঠুমরি, ভজনসহ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যকে আমৃত্যু ধরে রেখেছিলেন তিনি। তার মৃত্যু মার্গ সঙ্গীতে এক বিরাট শূন্যস্থান তৈরি করবে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।