ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কবিতা

বন্ধু আমার বৃক্ষছায়া | হুসাইন আজাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
বন্ধু আমার বৃক্ষছায়া | হুসাইন আজাদ

দেরি করে ক্লাসে আসায় স্যার বকে দেন বিষম করে
‘পাগলা রে ধূর, এ কিছু না’, সান্ত্বনা দিস মাথায় ধরে
প্রেজেন্টেশন হয়নি করা, কালকে ঠিকই দিতে হবে
বললি, ‘এ নে আমারটা দেখ, বুঝে লিখে দিলেই হবে’
বাড়ি থেকে দেয়নি টাকা, এ মাসটাতে ক্যামনে চলি?
‘আমারও কম, তবু নে ধর, পথ আমাদের একই গলি’
পরীক্ষাটা এলো বলে, নোট-পাতি নেই, ধূর কী পড়ি?
বললি, ‘আমার খাতাটা নে, ফটোকপিই সহজ বড়ি’
রেজাল্ট দিলো, হলো না ঠিক! হবেই কেন? কেমন লাগে?
বললি, ‘রেজাল্ট কোনো বিষয়? এমনিতে তুই যাবি আগে’
পড়াশোনা শেষ হয়েছে, বাড়ির এখন অনেক চাওয়া
প্রেরণা তোর, ‘লড়তে হবে, সামনে তো ওই কতো পাওয়া’
মন খারাপ আজ, অমুক আমায় শুধু শুধুই বকা দিলেন
সাহস দিলি, ‘ধৈর্যটা ধর, অবিচারী হবে ভিলেন’
আচ্ছা, পুরো চলার পথে কে তুই এমন যাস দাঁড়িয়ে
বন্ধু? আমার বৃক্ষছায়া, বুকটা দিবি আগ বাড়িয়ে?

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।