ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

বেঙ্গল গ্যালারিতে ১০ শিল্পীর চিত্র প্রদর্শনী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০
বেঙ্গল গ্যালারিতে ১০ শিল্পীর চিত্র প্রদর্শনী

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপি বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। এরই  অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহযোগীতায় বেঙ্গল গ্যালারি বছরজুড়ে ‘সৃজনে ও শেকড়ে’ শিরোনামে মোট ১০০ জন শিল্পীর চিত্রকলা প্রদর্শনের আয়োজন করে।

ধারবাহিক এ আয়োজনে প্রতিবারই প্রদর্শীত হয় ১০ জন শিল্পীর শিল্পকর্ম।

১৫ অক্টোবর সন্ধ্যায় বেঙ্গল গ্যালারিতে ‘সৃজনে ও শেকড়েÑ৫’ উদ্বোধন করা হলো। প্রদর্শনীর শিল্পীরা হচ্ছেন হামিদুজ্জামান খান, রেজাউল করিম, সৈয়দ আব্দুল্লাহ খালিদ, বীরেন সোম, হাসি চক্রবর্তী, তরুণ কুমার ঘোষ, ইফতেখারউদ্দীন আহমেদ, আহমেদ নজীর, রফি হক এবং তাসাদ্দুক হোসেন দুলু।

প্রদর্শনীটি উদ্বোধন করেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি কবি রবিউল হুসাইন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী।

সুবীর চৌধুরী বলেন, দেশের শিল্পীদের সাথে অন্যান্য দেশের শিল্পীদের মেইলবন্ধন স্থাপনের জন্য বেঙ্গল গ্যালারি সম্প্রতি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এ প্রদর্শনীর শিল্পীদের মধ্যে নতুন কিছু করার প্রবনতা রয়েছে।

প্রদর্শনীতে স্থান পেয়েছে ১০ জন শিল্পীর ৪০টি শিল্পকর্ম। শিল্পকর্মগুলি বেশিরভাগই বলা যায় অনেকটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে আঁকা। তবে শিল্পীদের রঙের ব্যবহার ও বিষয়ের বিবেচনায় প্রায় সব ছবিই দর্শনার্থীদের সৌন্দর্য উপভোগ করতে সহায়তা করে। আলাদা আলাদাভাবে শিল্পীদের নিজস্বতা টের পাওয়া যায়।

প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ২৬ অক্টোবর।

বাংলাদেশ স্থানীয় সময় : ২০০৫, অক্টোবর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।