banglanews24.com lifestyle logo
 
 

পলো শার্ট

লাইফস্টাইল ডেস্ক

প্রকৃতির খেয়ালের সঙ্গেই পরিবর্তন হয় আমাদের প্রতিদিনের পোশাকের ধরন। গত কিছুদিন শীতের হাত থেকে বাঁচতে আমরা ছুঁটেছি সোয়েটার, ব্লেজার আর শালের দোকানে। আর এখন বসন্তে এসে সময় হয়েছে শীতের কাপড় তুলে রাখার। ফাগুনের এই আবহাওয়ায় ব্যবহারের জন্য ফ্যাশন হাউস রিচম্যান ও ইনফিনিটি এনেছে আরামদায়ক পলো শার্ট।

এক সময় স্পোর্টস শার্ট হিসেবে পলো শাটের ব্যবহার শুরু হলেও এখন তা নিত্যদিনের ফ্যাশনের অনুষঙ্গ। গরমে আরামদায়ক বলে পার্টি কিংবা অফিসেও এর ব্যবহার বাড়ছে। তরুণদের পছন্দের কথা চিন্তা করে পলো শার্টে যোগ হয়েছে নজর কাড়া ডিজাইন এবং বৈচিত্র্য।

একরঙা ও স্ট্রাইপ পলো শার্ট সাধারণত আরামদায়ক নিট, ওভেন কাপড় ব্যবহার করা হয় বলে তা গরম সহনীয়। রিপের কলার ও কলারের নিচে বুক পর্যন্ত বাটন থাকে বলে পরার সময় অস্বস্তিতে পড়তে হয় না। কিছু পলো শার্টে পকেটও রাখা হয়েছে। আকর্ষনীয় ফ্যাশনেবল এসব পোশাকের দাম ৮৫০ টাকা থেকে শুরু। ফোন: ০১৬৭৮৬১৪৭৭৬।

মডেল: সানজু
ছবি: নূর

comments powered by Disqus
Bookmark and Share
 
© 2015, All right ® reserve by banglanews24.com