banglanews24.com lifestyle logo
 
 

বিয়ের মেলা ২০১২

লাইফস্টাইল ডেস্ক

ধানমন্ডির দৃক গ্যালারিতে সান মাল্টিমিডিয়ার আয়োজনে শুরু হতে যাচ্ছে বিয়ের মেলা ২০১২। বিয়ে নিয়ে আপনার স্বপ্নের আয়োজন বাস্তবায়ন করতে সান মাল্টিমিডিয়া দিচ্ছে সব ধরনের সেবা।

এসব সেবার প্রদর্শনী নিয়েই আগামী ২২-২৪ ডিসেম্বর দৃক গ্যালারিতে শুরু হচ্ছে সান মাল্টিমিডিয়ার একক বিয়ে মেলা ২০১২। এ প্রতিষ্ঠান ভেনু ব্যবস্থাপনা, ফুলের সজ্জ্বা, ছবি তোলা, ভিডিও, ছবির অ্যালবাম, সিনেটোগ্রাফি, আলোকসজ্জা, নিমন্ত্রণপত্র, ডি, জে ও ব্যান্ড দলসহ নানা আয়োজনের সহায়তা করবে বিশ্বস্ততার সঙ্গে।

বিস্তারিত জানা যাবে সান মাল্টিমিডিয়া, ২/৫, ব্লক-এফ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

comments powered by Disqus
Bookmark and Share
 
© 2015, All right ® reserve by banglanews24.com