banglanews24.com lifestyle logo
 
 

সহজ ভ্রমণ টিপস

লাইফস্টাইল ডেস্ক

একটি ভ্রমণের পরিকল্পনা করাই অনেক আনন্দের। শীতের দিন বেড়ানোর জন্য সবচেয়ে সুন্দর সময়। আমাদের ব্যস্ত জীবনে অবসর খুব একটা মেলে না। তাই একটু সময় পেলেই মন আর এই ইটকাঠের শহরে থাকতে চায়না। কাজের চাপে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, কোথাও একটু বেড়িয়ে এলে সব অবসাদ দূর হয়ে যায়। পাওয়া যায় নতুন করে কাজ করার শক্তিও।

অনেকেই সিদ্ধন্ত নিয়েছেন ঘুরতে যাওয়ার এবার প্রস্তুতিটাও নিয়ে নিন:

 • বেড়াতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে খোঁজ নিন। থাকা এবং খাওয়ার ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন তাও জেনে নিন।
 • নিজের গাড়ি নিয়ে দূরে যেতে হলে, কোনো সমস্যা আছে কিনা আগে চেক করুন। এক্সট্রা চাকা অবশ্যই গাড়িতে রাখবেন।
 • ব্যাগ গোছানোর সময়, শীতের পোশাক, সানগ্লাস, ক্রিম, পেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু নিয়ে নিন। তবে চেষ্টা করুন ছোট সাইজের প্রসাধন সামগ্রী নিতে
 • ভাবছেন শীতকালে ঠান্ডা, তাই সানস্ক্রিন প্রয়োজন নেই? ভুল! শীতের রোদেও আমাদের ত্বকের সমান ক্ষতি হয় সানস্ক্রিন শীতেও নিতে হবে
 • বাড়তি ব্যাগ আর জুতাও নিয়ে নিন।
 • আজকাল মোবাইল ফোন ছাড়া জীবন কল্পনা করা যায়? শহর থেকে দূরে গেলেও সবার সঙ্গে যোগাযোগ রাখতে খেয়াল করে মোবাইল ফোন এবং চার্জার নিয়ে নিন
 • একটি টর্চ লাইট ও ব্যাটারি সঙ্গে নিন
 • প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা থাকলে প্রেসক্রিপশনের প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিন। সঙ্গে রাখুন খাওয়ার স্যালাইন, কাজে লাগতেও পারে।
 • খাবারের তালিকায় বেশি তেলে ভাজা খাবারের পরিবর্তে স্বাভাবিক খাবার রাখুন
 • এবার, আপনার বেড়ানোর সুন্দর স্মৃতিগুলো শুধু দেখেই চলে আসবেন, সঙ্গে আনবেন না? হ্যাঁ ক্যামেরা। ঘুরতে যাওয়ার সময় অনিবার্যভাবে সঙ্গে নিতে হবে ক্যামেরা।
 • ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং এমনকি ক্রেডিট কার্ডের মত গুরুত্বপূর্ণ কাগজের ফটোকপি করে সঙ্গে রাখুন। যেন কোনো ধরণের দুর্ঘটনায় মানিব্যাগ বা পার্স চুরি হলে বা হরিয়ে গেলেও কোনো সমস্যা না হয়।
 • বাড়ি খালি রেখে গেলে অবশ্যই নিজ দায়িত্বে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেবেন।

সব প্রস্তুতি শেষ। এবার পর্যাপ্ত টাকা আর প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন।

বাংলানিউজের বিজয় দিবসের কুইজে অংশ নিতে ক্লিক করুন.

comments powered by Disqus
Bookmark and Share
 
© 2015, All right ® reserve by banglanews24.com