banglanews24.com lifestyle logo
 
 

ফ্যাশনেবল ঈদ কালেকশন

লাইফস্টাইল ডেস্ক

ঈদ উপলক্ষে দেশি পোশাকের বিশাল সম্ভার নিয়ে এসেছে ইনফিনিটি। এখানে পাওয়া যাচ্ছে নারী, পুরুষ ও শিশু কিশোরদের জন্য দেশের ঐতিহ্য, কৃষ্টি আর সংস্কৃতির সমন্বয়ে দক্ষ ডিজাইনারদের তৈরি বাহারি ডিজাইনের ফ্যাশনেবল পোশাক। বিশেষ করে মেয়েদের জন্য চলতি ফ্যাশন ট্রেন্ডকে মাথায় রেখে তৈরি সালোয়ার-কামিজ, ওড়না, টপস, স্কার্ট থেকে শুরু করে নিজস্ব আয়োজনে তাঁতের এবং জামদানি শাড়ি থাকছে।

এসব পোশাকে ডিজাইনের ক্ষেত্রে আনা হয়েছে নতুনত্ব। আরামদায়ক করতে তৈরি করা হয়েছে সুতি কাপড় দিয়ে। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, প্যান্ট। দেশে নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি এসব শার্ট, প্যান্টে রয়েছে আধুনিকতার ছাপ।

পাঞ্জাবির ক্ষেত্রে তাঁত কটন, রাজশাহী সিল্ক, কটন সিল্ক, এনডি সিল্ক, এনডি কটন ও মিক্স ফেব্রিক্সে এমব্রয়ডারি ও কারচুপি কাজকে প্রধান্য দেয়া হয়েছে। রঙের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে সবুজ, নীল, ফিরোজা, গোল্ডেন ও মেরুন। শিশু-কিশোরদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের কালারফুল সব পোশাক। তরুণদের পছন্দ ও চাহিদার কথা চিন্তা করে এই ঈদে ইনফিনিটি এনেছে নতুন ডিজাইনের পাঞ্জাবি। ঈদকে উপলক্ষ করে এবং হালের ফ্যাশন মাথায় রেখে এসব পাঞ্জাবির বিশেষ ডিজাইন করা হয়েছে।

লুবনান

ঈদ উপলক্ষে প্র¯‘ত দেশের শীর্ষস্থানীয় তৈরি-পোশাকের ব্র্যান্ড লুবনান। ফ্যাশন-সচেতন মানুষের জন্য লুবনান নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পাঞ্জাবি, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি। ডিজাইনের ক্ষেত্রে বাছাই করা ফেব্রিক্সে টিসু, এমব্রয়ডারি ও কারচুপি কাজকে প্রাধান্য দেয়া হয়েছে। সাদা ও অফ হোয়াইট পাঞ্জাবির ক্ষেত্রে আদি ভয়েল ফেব্রিক্সে অল-অভার কাজসহ কাটিংয়ে নতুনত্ব আনা হয়েছে। এছাড়া শেরওয়ানি, পাগড়ি, নাগরা এবং বিয়ের অনুষঙ্গ পোশাকেও আমাদের ঐতিহ্য, কৃষ্টি আর দেশীয় সংস্কৃতি প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে অভিনবত্ব আনা হয়েছে। দক্ষ ডিজাইনারদের তৈরি ফ্যাশনেবল এসব পোশাক দেশব্যাপী লুবনানের শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে।

রিচম্যান

ঈদকে সামনে রেখে ক্রেতাদের চাহিদা মেটাতে রিচম্যানের পোশাকে আনা হয়েছে নতুনত্ব। তৈরি পোশাকের দেশখ্যাত এই ব্র্যান্ড প্রতিবারের মতো এবারো নিয়ে এসেছে আধুনিক পোশাকের নিত্যনতুন সংগ্রহের এক বিরাট সম্ভার। হালের ট্রেন্ডকে মাথায় রেখে ডিজাইন করা শার্ট, প্যান্ট, স্যুট ও আকর্ষণীয় টি-শার্টসহ ছেলেদের পোশাকের নানা অনুষঙ্গ রিচম্যানের শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে। রিচম্যান ক্যাজুয়াল শার্টে নিয়ে এসেছে বৈচিত্র্য। আকর্ষণীয় ডিজাইনের এসব ক্যাজুয়াল শার্ট তরুণদের দৃষ্টি কাড়বে।

মডেল: ফারহান
পোশাক: ইনফিনিটি
ছবি: নূর

 

 

comments powered by Disqus
Bookmark and Share
 
© 2015, All right ® reserve by banglanews24.com