banglanews24.com lifestyle logo
 
 

ব্যবসায়ী নিরব

লাইফস্টাইল ডেস্ক

অভিনয় আর মডেলিং দিয়ে সবার মন জয় করে এবার অভিনেতা নিরব নাম লেখালেন ব্যবসায়ীর তালিকায়। কেতাদুরস্ত নিরব নিজের পোশাক এবং ফ্যাশন নিয়ে সব সময় সচেতন।

তরুণ প্রজন্মের জন্য নিরব চালু করলেন তার নিজস্ব ফ্যাশন হাউস ও--হো।

ফ্যাশন হাউস খোলা প্রসঙ্গে বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিরব জানান, বন্ধু, অভিনেতা ইমনের সঙ্গে অনেক আগে থেকেই একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় আরেক ডিজাইনার বন্ধু রনিকে নিয়ে এবার মেট্রো প্লাজায় শুরু করলেন ও—হো কে নিয়ে পথচলা।

বিভিন্ন সময় শুটিং-এর জন্য পোশাক কিনতে গিয়ে মনের মতো পোশাক পেতে অনেক ঘুরতে হয় উল্লেখ করে নিবর বলেন, এখন থেকে যারা সময়ের সাথে তাল মিলিয়ে ফ্যাশনেবল পোশাক পরতে পছন্দ করেন, তাদের নির্ভরতার জায়গা হবে আমাদের ও—হো।

শুক্রবার ফ্যাশন হাউস উদ্বোধনের সময় ও—হোতে বসে তারার মেলা। চিত্রনায়ক নিরব, ইমন, চিত্রনায়িকা নিপুন, শিমলা, চিত্র পরিচালক দেবাশিষ বিশ্বাস ছাড়াও অভিনয় জগতের এবং মিডিয়ার অনেকে এসময় উপস্থিত ছিলেন।

ছবি: নূর

comments powered by Disqus
Bookmark and Share
 
© 2015, All right ® reserve by banglanews24.com