banglanews24.com lifestyle logo
 
 

মুসলিম কালেকশনে বর্ষার পোশাক

ষড়ঋতুর পালাবদলে এসেছে বর্ষাকাল। আকাশে মেঘের ঘনঘটা, চারদিকে ভেজা আবহাওয়ার আবেশ। আর এই বর্ষাকালকে সামনে রেখে মুসলিম কালেকশন ছেলেদের জন্য এনেছে নতুন ডিজাইনের শার্ট।

প্রতিটি শার্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে বর্ষার উপযোগী আরামদায়ক সুতি কাপড়। আকর্ষণীয় ডিজাইনের এসব শার্ট পাওয়া যাবে ভিন্ন ভিন্ন রঙে। মুসলিম কালেকশনের চিফ ডিজাইনার ও স্বত্বাধিকারী মুসলিম আহমেদ বলেন, ‘আমরা তরুণদের জন্য শার্ট তৈরি করি। তাদের চাহিদা ও পছন্দের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে ১০০ ভাগ সুতি কাপড়ের এ শার্টগুলো।

মুসলিম কালেকশনের একমাত্র পাইকারি বিক্রয় কেন্দ্র : ২৭ মাহবুব আলম শপিং কমপ্লেক্স (নিচতলা), কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০। ফোন : ০২-৭৭৬২৬৩৬

 

 

 

 

comments powered by Disqus
Bookmark and Share
 
© 2015, All right ® reserve by banglanews24.com