banglanews24.com lifestyle logo
 
 

৬০ শতাংশ ছাড়!

লাইফস্টাইল ডেস্ক

প্রতি বছরের মত এবারও গ্রীষ্মের তপ্ত গরমে নগরদোলাতে শুরু হয়েছে সামার সেল। এ উপলক্ষে নগরদোলা প্রতিটি পণ্যের ওপর নূন্যতম ২০ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড় দিচ্ছে।

ক্রেতাদের জন্য ১লা জুন থেকে ১০ই জুন পর্যন্ত এই সুযোগ দিয়েছে নগরদোলা কর্তৃপক্ষ। নগরদোলার পণ্য সামগ্রী সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই এর উদ্দেশ্য। এই ছাড়ের মধ্যে আছে সব ধরনের সালোয়ার কামিজ, শাড়ি, টুপিস, পাঞ্জাবি, মেয়েদের ফতুয়া, ছেলেদের ফতুয়া, বাচ্চাদের পোশাক, শার্ট ও হাউসহোল্ড পণ্য।

একমাত্র নগরদোলাতেই সকল পণ্যের ওপর ছাড় দেওয়া হয়। সামার সেল অফার নগরদোলার ধানমন্ডি সোবহানবাগ, বনানী ও বসুন্ধরা সিটি লেভেল ৪ এর শাখায় কার্যকর হবে। মোবাইল: ০১৭১০১২৮৮৯৪

comments powered by Disqus
Bookmark and Share
 
© 2015, All right ® reserve by banglanews24.com