banglanews24.com lifestyle logo
 
 

ঢাকা রিজেন্সিতে নববর্ষ উদযাপনে নানা আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নতুন বর্ষকে বরণ করে নিতে ঢাকা রিজেন্সি হোটেল সেজেছে নতুন সাজে। এ উপলক্ষে রিজেন্সি নানা আয়োজনের পসরা নিয়ে বসেছে। নববর্ষের দিন সকাল থেকে রাত পর্যন্ত চলবে বর্ষবরণের এই আয়োজন।

১৪ এপ্রিল বেলা ১১টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা রিজেন্সির গ্রান্ডডিয়স রেস্টুরেন্ট লেভেল-৬ চলবে এই প্রাণের উৎসব। চটপটি, ফুসকা, ঝালমুড়ি, হাওয়াই মিঠাইসহ মুখরোচক নানা বাঙালি খাবারের সমাহার এবং সঙ্গে আরো থাকবে ভাগ্যগনক টিয়াপাখি, পুতুল নাচ, মেহেদী, ফেইস পেইন্টিং, জাদু, পান্তা-ইলিশ। পুরো দিনটিকে আনন্দ মুখর করে রাখতে সারাদিন সঙ্গীতানুষ্ঠান এবং শিশুদের জন্য রয়েছে বিশেষ আয়োজন।
 
এছাড়া ঢাকা রিজেন্সির লাঞ্চ এবং ডিনারে থাকবে দেশের ঐতিহ্যবাহী মজার মজার খাবারের সমাহার। আর এই বর্ষবরণের আয়োজন চলবে বর্ষবরণের প্রথম দিন। পরিবারের সবাইকে নিয়ে অথবা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন ঢাকা রিজেন্সিতে। ঢাকা রিজেন্সির এয়ারপোর্ট-এর খুব কাছে নিকুঞ্জ-২ এ অবস্থিত। বিস্তারিত জানতে অথবা আগে বুকিং এর জন্য ফোন করুন- ০১৭১৩৩৩২৫৯৯ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২

আইএইচ/সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

comments powered by Disqus
Bookmark and Share
 
© 2015, All right ® reserve by banglanews24.com