banglanews24.com lifestyle logo
 
 

আজ সারাদিন: ঢাকা ও চট্টগ্রাম

বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ : গোলটেবিল বৈঠক, জাতীয় প্রেসক্লাবে, সময়  বিকেল ৩টায়।

বসুন্ধরা সিটি : সাত বছর পূর্তি উৎসব, বসুন্ধরা সিটি, পান্থপথে, বিকেল ৩টায়।

লিজিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাসোসিয়েশন : সংবাদ সম্মেলন, স্যুং গার্ডেন, বিজয়নগরে, দুপুর দেড়টায়।

ডিবেট ফর ডেমোক্রেসি : বিতর্ক প্রতিযোগিতা, বসুন্ধরা সিটি, পান্থপথে, বিকেল ৪টায়।

চট্টগ্রাম:
বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ও চিটাগাং চেম্বার: ‘নিউ ইকোনমিক জোন রেজিম: অপরচুনিটিস ফর বাংলাদেশি বিজনেসেস’ শীর্ষক গোলটেবিল বৈঠক চিটাগাং চেম্বার মিলনায়তনে সকাল ১১টায়। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডাইরেক্টর জেনারেল মোহাম্মদ নাজমুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (বিআইসিএফ) প্রোগ্রাম ম্যানেজার মি. মার্টিন নরম্যান।
 
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ।

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ: চট্টগ্রাম চা-নিলাম কেন্দ্রকে অকার্যকর করার ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান ধর্মঘট বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে।

কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি: চট্টগ্রাম সার্কিট হাউসে বিকেল ৩টায় ঈদ জামাত ব্যবস্থাপনাবিষয়ক সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ।

ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং: পুঁজিবাজার নিয়ে আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতিবাচক মন্তব্যের প্রতিবাদে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব সড়কের সফি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল দুপুর সাড়ে ১২টায়।

একাডেমি অব পারফর্মিং আর্টস: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটক ‘গোধূলীর আলো’।

জজশিপ কর্মচারী কল্যাণ সমিতি: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সমিতির নির্বাচন বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিশদবাঙলা: মেহেদিবাগের বিশদবাঙলার পরম্পরা কক্ষে পাশ্চাত্য সংগীতের অনুষ্ঠান সন্ধ্যা ৭টায়।

চট্টল ইয়ূথ কয়ার: ২ দিনব্যাপী কণ্ঠ ও শাস্ত্রীয়সংগীতের ওপর বিশেষ প্রশিক্ষণ শুরু কদম মোবারক উচ্চবিদ্যালয়ে। প্রশিক্ষণ দেবেন কলকাতার শিল্পী সঞ্জয় দে।

comments powered by Disqus
Bookmark and Share

-এর সর্বশেষ ২৪ খবর

 
© 2015, All right ® reserve by banglanews24.com