ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

নগর সরকার গঠনের দাবি রাজশাহীর মেয়র প্রার্থীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
নগর সরকার গঠনের দাবি রাজশাহীর মেয়র প্রার্থীদের অনুষ্ঠান মঞ্চে মেয়র প্রার্থীসহ অন্যরা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: নগর সরকার গঠনের দাবি জানিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা বলেছেন, অবকাঠামোগত সব ধরনের সক্ষমতা করপোরেশনগুলোর রয়েছে। কেবল সরকারি সিদ্ধান্ত দরকার। কারণ ‘নগর সরকার’ গঠন করা না হলে নির্বাচিত মেয়ররা  কখনই যথাযথভাবে নগরের উন্নয়ন করতে পারবেন না।

ঢাকাস্থ রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘কেমন রাজশাহী চাই’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে একমঞ্চে উঠে বক্তব্য রাখার সময় এ দাবি জানান চার মেয়র প্রার্থী। রোববার (২২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই সংলাপ অনুষ্ঠিত হয়।

 রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে একমঞ্চে পাশাপাশি বসে সমৃদ্ধ রাজশাহী গড়ার ঘোষণা দেন রাজশাহী সিটি নির্বাচনে অংশগ্রহণকারী চার মেয়র প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, গণসংহতি আন্দোলন সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ ও বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান।

সমিতির সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন- ঢাকাস্থ রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হক। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

সংলাপে রাজশাহীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, নাট্য অভিনেতা এমএ আজিজ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া সংলাপে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নিয়ে ‘কেমন রাজশাহী’ দেখতে চান সইে নিয়ে বক্তব্য তুলে ধরেন।

বক্তারা রাজশাহীর উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরেন। পরে একে একে মেয়র প্রার্থীরা বক্তব্য রাখেন। নির্বাচিত হলে তারা দুর্নীতিমুক্ত নগর ভবন গড়ে তোলার পাশাপাশি ঘোষণা দেন নাগরিক সেবা নিশ্চিত করার। পরিকল্পিত এবং সমৃদ্ধ নগরী গড়ার পরিকল্পনার কথাও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।