ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

বিসিসি নির্বাচনে প্রথম নারী প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
বিসিসি নির্বাচনে প্রথম নারী প্রার্থীর মনোনয়ন সংগ্রহ মনোনয়নপত্র নিচ্ছেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। ছবি: বাংলানিউজ

বরিশাল: আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে প্রথম নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২৪ জুন) দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে বিভিন্ন শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

মনীষা বলেন, দীর্ঘদিন ধরে বরিশালবাসীর সমস্যা সংকট নিরসন ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আমরা ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করে আসছি। এরই ধারাবাহিকতায় আমরা এই নির্বাচন করছি।

বিসিসি নির্বাচনে প্রথম নারী মেয়র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ডা. মনীষা চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।