ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ঈশ্বরদীতে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
ঈশ্বরদীতে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী পৌরসভার ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে পাঁচজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১৬ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে ছয়জন প্রার্থীর মধ্যে দুপুর ১টা পর্যন্ত পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীরা হলেন- আবুল কালাম রানা (বিএনপি সমর্থিত), রেজাউল করিম নান্টু (আওয়ামী লীগ সমর্থিত), মনিরুল ইসলাম সাবু (বিএনপি সমর্থিত), আরিফুজ্জামান সিজান (স্বতন্ত্র), পার্থ প্রতিম দাস (আওয়ামী লীগ সমর্থিত), আবদুল্লাহ আল মামুন (স্বতন্ত্র)।

মনোনয়নপত্র বাছাই ১৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহার ২৬ এপ্রিল এবং ভোট অনুষ্ঠিত হবে ১৫ মে।

৫ ফেব্রুয়ারি ঈশ্বরদী পৌরসভার ২নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আসাদুজ্জামান পিন্টু মারা গেলে আসনটি শূন্য হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (সহকারী নির্বাচন অফিসার) জিন্নাত আরা জলি বাংলানিউজকে বলেন, ঈশ্বরদী পৌরসভার ২নং ওয়ার্ডের শূন্য কাউন্সিলর পদে উপ-নির্বাচন হচ্ছে। শুধুমাত্র একটি সেন্টারে ভোট গ্রহণ চলবে। সকলের নজর থাকবে ভোট সেন্টারে। তাই কারচুপি কিংবা ভোট দখলের কোনো সুযোগ নেই।

বাংলাদেম সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।