ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

পাঁচ দল আয়-ব্যয়ের হিসাব দিতে ব্যর্থ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
পাঁচ দল আয়-ব্যয়ের হিসাব দিতে ব্যর্থ

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিসহ পাঁচটি দল সময়মতো আয়-ব্যয়ের হিসাব দিতে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে তারা একমাস সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছে।

সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ইসিতে নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ৩৫টি দল ২০১৬ (পঞ্জিকা  বছর) সালের অডিট রিপোর্ট দাখিল করেছে। পাঁচটি দল শেষ সময় ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব দিতে পারেনি।

তবে তারা এক মাস সময় বাড়ানোর আবেদন জানিয়েছে।  

দলগুলোর মধ্যে রয়েছে- বিকল্প ধারা বাংলাদেশ (কুলা প্রতীক), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুঁড়েঘর প্রতীক), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি প্রতীক) ও ইসলামী ঐক্যজোট (মিনার প্রতীক)।

ইসির সহকারী সচিব রওশন আরা জানান, তাদের আবেদন কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশনই সিদ্ধান্ত দেবে সময় বাড়ানো হবে কিনা।

২০১৬ ও ২০১৫ সালে আওয়ামী লীগ, বিএনপিসহ বেশকিছু দল সময় বাড়ানোর আবেদন করলে ওই দুই বছর একমাস করে সময় বাড়িয়েছিল ইসি।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।