ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুয়ায় পড়ার আড়াই ঘণ্টা পর মহিষ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
কুয়ায় পড়ার আড়াই ঘণ্টা পর মহিষ উদ্ধার কুয়ায় পড়ার আড়াই ঘণ্টা পর মহিষ উদ্ধার

রাজশাহী: একটি মহিষ ৫০ ফিট গভীর কুয়ায় পড়ে গিয়েছিলো। তাকে উদ্ধারে মালিকসহ এলাকার অনেকেই এগিয়ে আসেন। কিন্তু ব্যর্থ হওয়ার পর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

অবশেষে দমকল কর্মীদের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর মহিষটি উদ্ধার করা সম্ভব হয়।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরের দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভায়া কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মহিষটির মালিক আব্দুল হালিম বাংলানিউজকে বলেন, মহিষটি ডাঙ্গায় ছেড়ে দেওয়া ছিলো। রাস্তা দিয়ে বাড়িতে আসার সময় কিভাবে যেন এটি রাস্তার পাশে পরিত্যক্ত একটি কুয়ায় পড়ে যায়।

রাজশাহীর গোদাগাড়ী দমকল বিভাগের স্টেশন অফিসার আতাউর রহমান বাংলানিউজকে বলেন, মহিষটি কুয়ার ৫০ ফিট নিচে পড়ে গিয়েছিলো। মহিষটিকে উদ্ধারে জীবনের ঝুঁকি নিয়ে কুয়ার গর্তের ৫০ ফিট নিচে নামেন ফায়ারম্যান শফিউল আলম। মহিষটি জীবিত উদ্ধারের জন্য বিভিন্ন কৌশল নেন তারা। এতে করে দমকল কর্মীরা সফল হয়েছে।

মহিষটিকে জীবিত উদ্ধার করতে তাদের আড়াই ঘণ্টা সময় লেগে যায় বলেও জনান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

welcome-ad